Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

মোংলা প্রতিনিধি

সুন্দরবন থেকে পাচারের সময় ৩০ কেজি হরিণের মাংসসহ ২টি নৌকা উদ্ধার করেছে বন বিভাগ। ২৬ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে চাড়াখালী খালে অভিযান চালিয়ে হরিনের মাংস, মাথা ও পা উদ্ধার করতে পারলেও এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ’র করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানায়, করমজল বন রক্ষিদের নিয়মিত টহল চলছিল। সরকারী ভাবে সুন্দরবনের মধ্যে মাছ ধরার কোন পাশ-পারমিট না থাকায় চড়াখালী খালের মধ্যে দুইটি নৌকা দেখে তাদের সন্দেহ হয় এবং ওই নৌকার দিকে এগিয়ে যায় তারা।

নৌকায় থাকা চোরা হরিণ শিকারীরা বনরক্ষিদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে রেখে বনের গহিনে দৌড়ে পালিয়ে যায়। এসময় নৌকায় তল্লাশী করে ৩০ কোজি হরিনের মাংস, ২টি মাথা ও ৮ খানা হরিনের পা উদ্ধার করে এবং নৌকা ২টি জব্দ করা হয়।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন