মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশের ইনিংস টেনেছেন জাকের ও শামীম। এই দুজনের উপর ভর করেই ১৩৯ রানের লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগাররা। জাকের ৩৪ বলে ৪১ ও শামীম ৩৪ বলে ৪২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। জাকের ও শামীমের জুটি অক্ষত থাকে ৮৬ রানে। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আর একটি করে উইকেট পান থুসারা ও চামিরা।
জাকের-শামিমের জুটিতে পঞ্চাশ
এরমধ্যেই জুটিতে ফিফটি তুলে নিয়েছেন জাকের আলী ও শামিম হোসেন। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান। শামিম ৩৩ ও জাকের ২৩ রানে ব্যাট করছেন।
শামীম-জাকেরের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ
১০ ওভারের মধ্যেই অর্ধেক ব্যাটার বিদায় নিলে চাপে পড়ে যায় টাইগাররা। এরপর শামীম ও জাকেরের ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। এরমধ্যে দলীয় শতকও তুলে নিয়েছে দলটি। জাকের ২১ ও শামিম ৩১ রানে ব্যাট করছেন।
সাজঘরে লিটন, ৫৩ রানে নেই ৫ উইকেট
নিজের দ্বিতীয় ওভারে এসে লিটনকে ফিরিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ২৬ বলে ২৮ রান করেন তিনি। ৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী জাকের আলী। ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে জাকের আলীর সঙ্গী শামীম পাটোয়ারি।
৪০ রানের আগেই ৪ উইকেট নেই বাংলাদেশের
নিজের দ্বিতীয় বলেই উইকেট পেলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মেহেদী হাসানকে এলবিডব্লিউ করেছেন লঙ্কান স্পিনার। বাংলাদেশের এই ব্যাটার ৯ বলে ১১ রান করে ফিরে গেছেন। ৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী জাকের আলী।
রান আউটে কাটা পড়লেন হৃদয়, ধুঁকছে বাংলাদেশ
১০ বলে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়া বাংলাদেশ এবার তাওহিদ হৃদয়কেও হারিয়েছে। আগের বলে ক্যাচ তুলেও জীবন পাওয়া হৃদয় রান আউট হয়েই বিদায় নিলেন। ফেরার আগে ৯ বলে ৮ রান করেন তিনি। ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান।
শূন্য রানেই সাজঘরে টাইগার দুই ওপেনার
নুয়ান থুসারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান তামিম। ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে আসেন দুশমন্থ চামিরা। তার প্রথম ৩ বলে রান নিতে পারেননি পারভেজ হোসেন ইমন। চতুর্থ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে তিনিও মাঠ ছেড়েছেন। এতে রানের খাতা খোলার আগেই ১০ বলে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। ২ ওভার শেষে শূন্য রানে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রিজে দুই নতুন ব্যাটার লিটন ও তাওহিদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাংকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং নুয়ান থুসারা।
খুলনা গেজেট/এএজে