স্টেডিয়ামে পাখির ডিম, খেলা বন্ধ একমাস

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার একটি মাঠে সংরক্ষিত প্রজাতির পাখি ডিম দেওয়ায় এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে খেলা। দেশটির ক্যানবেরা থেকে প্রায় ২০ মিনিট দূরের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। গত সপ্তাহে সেখানে ফুটবল খেলতে গিয়েই খেলোয়াড়েরা দেখতে পান মাঠের মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। এরপর ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে।

প্লোভার সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার সময় অতিমাত্রায় রক্ষণশীল ও আক্রমণাত্মক হয়ে ওঠে। বাসা রক্ষায় তারা ডানা ঝাপটায়, তীব্র শব্দ করে এমনকি ঝাঁপিয়ে পড়ে অনধিকার প্রবেশকারীদের আক্রমণ করে।

স্থানীয় কাউন্সিল জানিয়েছে, কৃত্রিম ফুটবল মাঠে ডিম দেওয়ার কারণে বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে সব ক্লাব ম্যাচ পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত মাঠটি বন্ধ থাকতে পারে।

এ বিষয়ে কাউন্সিল জানায়, দেশি প্রজাতি রক্ষায় সক্রিয় থাকা জরুরি। প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে ডিম সরাতে হবে অনুমতি নিয়ে। এমন সিদ্ধান্ত মেনে নেওয়ায় স্থানীয় ফুটবল দলগুলোকে ধন্যবাদও জানিয়েছে কাউন্সিল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন