সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক। সিরিজ জয়ের লক্ষ্যে সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মাঠে নেমেছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে ডাচদের জন্য এই ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচ।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। নেদারল্যান্ডসও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাচ্ছে।
সিলেটের পিচ সাধারণত রান তাড়া করা দলের জন্য সহায়ক। এই মাঠে এখন পর্যন্ত খেলা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১১টিতেই পরে ব্যাট করা দল জয়ী হয়েছে।
খুলনা গেজেট/এসএস