সোমবার । ২৬শে জানুয়ারি, ২০২৬ । ১২ই মাঘ, ১৪৩২
খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে মোংলা, পায়রা ও ভোমরা কৌশলগত ভূমিকা রাখবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান বলেছেন, আইন, প্রযুক্ত, অবকাঠামো যতই উন্নত হোক কিন্তু নৈতিকভাবে অঙ্গীকার ছাড়া কোন ব্যবস্থায় সাফল্য আসবে না। কাস্টম কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড সামনে রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা ও মোংলা কাস্টম হাউসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারের দেশের সুরক্ষায় কাস্টমস’এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, কাস্টমস শুধুমাত্র একটি রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয়, এটি দেশের ফ্রন্টলাইন বর্ডার হিসেবে কাজ করছে। বাণিজ্য সহজীকরণের পাশাপাশি মাদক, অস্ত্র, মানি লন্ডারিং ও চোরাচালান প্রতিরোধে কাস্টমসকে প্রতিনিয়ত চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করতে হচ্ছে। এক্ষেত্রে পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি মোংলা বন্দর, পায়রা বন্দর এবং ভোমরা স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই তিনটি স্টেশন কৌশলগত ভূমিকা রাখবে। সেবার মান বাড়াতে ও কার্যক্রম গতিশীল করতে দক্ষ কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে বলেও তিনি জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং কাস্টমস কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, “আইন ও প্রযুক্তির অবকাঠামো যত উন্নতই হোক, নৈতিক অঙ্গীকার ছাড়া কোনো ব্যবস্থাই সফল হয় না।

অনুষ্ঠানে আমদানীকারকদের প্রতিনিধি হিসেবে বক্তৃতায় শরীফা প্রিন্টার্স এন্ড প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ আহসান বলেন, দেশের সম্পদ রক্ষার জন্য কাস্টমস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাস্টমসের আভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রতিষ্ঠানকে বিন্যাস্ত করা হয়েছে। মানুষের সাথে মিশিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। কাস্টমস এখন শুধু রাজস্ব আহরণকারী নয়, কাস্টমস এখন জাতীয় পর্যায়ে অর্থনৈতিক সঞ্চালনের ভূমিকা পালন করছে। আর্থিকভাবে এবং ব্যবসাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের দরকার আস্থার জায়গা তৈরি করা। আমরা সকলেই ভ্রাতৃপ্রতীম অবস্থানে আছি। যে অবস্থা থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। নিজেদের সমৃদ্ধি যদি অর্জন করি, সমস্ত সমৃদ্ধির যোগফলের মাধ্যমে দেশের সমৃদ্ধি ঘটবে। এই যোগফলটা করতে হবে অবশ্যই ন্যারেটিভলি এবং পজেটিভলি। ট্রেন্ড হবে উর্দ্ধমুখী। এই উর্দ্ধমুখী ট্রেন্ডের মাধ্যমে আগামীর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই মাতৃভূমিকে আরও উন্নত করতে পারি। আমরা যেন সকলে মিলে কাঁধে কাঁধ মি‌লি‌য়ে কাজ করতে পারি সেই প্রত্যাশা করি।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মো. মুশফিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) অরুণ কুমার বিশ্বাস। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনার মানস কুমার বর্মন।

বিশেষ অতিথি ছিলেন খুলনা কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এবং খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুস সালাম।সেমিনারে সভাপতিত্ব করেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান।

মোংলা কাস্টমস এজেন্টস এ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন খাজা শিপিং লাইনসের সিইও মো. মোশাররফ হোসেন ও বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন খুলনার সদস্য আব্দুস সবুর।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন