পাইকগাছায় শ্রীলেখা সানা (৬০) নামের এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্রনাথ সানা (আমিন)-এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়। বুধবার (২১ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে তাঁর নিকট আত্মীয়সহ বাড়ির পাশের লোকজন দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় রান্নাঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পার্শ্ববর্তী পরিবারের লোকেরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিজুষ কুমার জানান, নিহতের বাড়িটা একটু ফাঁকা। পাশে কোন বাড়িঘর নেই। তার ছেলে মেয়ে ঢাকায় চকরি করে। তিনি একা বাড়িতে থাকতেন।
থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। পরিবারের সদস্যরা ঢাকায় রয়েছেন। তারা এলে মামলা দায়ের হবে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তদন্ত চালিয়ে যাচ্ছে।
খুলনা গেজেট/এএজে

