মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কাউন্সিলর লুৎফার আত্মার মাগফেরাত কামনায় মহিলা আ’লীগের দোয়া

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল করেছে মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যা. হোসনে আরা রুনু’র সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তি রায়, মমতাজ বেগম, রেহানা গাজী, লিভানা পারভিন, কাউন্সিলর পারভীন আক্তার, খাদিজা কবির তুলি, মামনুরা জাকির খুকুমনি, পারভীন হাসমত, বলাকা রায়, পারভীন ইলিয়াছ, কাউন্সিলর মাহামুদা বেগম, শারমিন রহমান শিখা, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, তাছলিমা আখতার লিমা, ফারহানা হক বপি, নাজনিন নাহার বিউটি, নাসিমা খান কাজল, ফেরদৌসী আলম রিতা, রেজওয়ানা প্রধান, কনিকা সাহা, হাসিনা চৌধুরী, শিরীনা হান্নান, ফেরদৌসী সাথি, আফরোজা বেগম, মনোয়ারা বেগম, কোহিনুর রাজ্জাক, শাহানা বানু, সাবিহা ইসলাম আঙ্গুর, লাকি আখতার, সৈয়দা হেনা বেগম, কবিতা আহমেদ, আফরোজ হক কোহিনুর, সুপ্তি হাসান, রেখা আহসান, উর্মিলা নন্দী, মুক্তা হক, শিউলি খাতুন, মেহজাবিন খান মায়া, মিনু আহম্মেদ, স্মরণী ইসলাম সুইটি, নিলুফা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন বাবলি, এড. রাবেয়া ওয়ালী করবী, ইলা রহমান, দিপা, নাসরিন আক্তার, ফরিদা ইয়াসমিন, শিউলি বিশ্বাস, ফিরোজ বেগম প্রমুখ।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন