খুলনা, বাংলাদেশ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  গণফোরাম, এলডিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকালে
  শিক্ষার্থী ইকরামুল হত্যা : কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে খুলনা জেলা মৎস্যজীবী লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার মোস্তর মোড়ে অবস্থিত আধুনিক মোস্ত মৎস্য আড়তে ইতিহাসের সফল রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ন মৎস্যবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করবে।

জন্মদিনে মৎস্যজীবী লীগ খুলনা জেলা কমিটির এবারের প্রতিপাদ্য বিষয় থাকছে “তোমার আকাশ ছোঁয়া সফলতা আমাদের প্রেরণা, তুমি আমাদের শক্তি ও সাহসের ঠিকানা”। উক্ত জন্মবার্ষিকীতে প্রধান অতিথি থাকবেন মৎস্যজীবী লীগ খুলনা জেলা কমিটির সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন)। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মৎস্যজীবী লীগ খুলনা জেলা কমিটির সহ-সভাপতি শেখ তুহিনুল ইসলাম।

কর্মসূচির মধ্যে জেলার ৯ উপজেলায় বিভিন্ন মসজিদে কোরআন খতম ও জোহর বাদ দোয়া অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪টায় জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে মোস্ত আধনিক মৎস্য আড়তে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জেলা কমিটিসহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে মৎস্য সেক্টরের সকলকে উপস্থিত হয়ে সফল রাষ্ট্রনায়কের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাপূর্বক ভীষণ-২০৪১ সফলের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার বিনীত আহ্বান জানিয়েছেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান লাবু, জ্যেষ্ঠ সহ-সভাপতি তপক মণ্ডল (তপু), সহ-সভাপতি মো. বাহাদুর শেখ, ড. বায়েজিদ মোড়ল, বিকাশ চন্দ্র বিশ্বাস, শেখ তুহিনুল ইসলাম, কাজী তারিক আহমদ, বুদ্ধদেব হালদার জুয়েল, রাশিদুল হাসান রাজা, মো. রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মনিরা সুলতানা, শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, গোবিন্দ রায়, মো. মুরাদ হোসেন, শেখ ইফতেখার হাসান বাপ্পি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জুলফাত উল্লাহ আগা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান শিপার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম আছাদুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রকিব উদ্দীন সোহাগ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সমিত দেব রায়, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদীকা বুলু রাণী মণ্ডল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, উপ-দপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, উপযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী টিপু, উপমহিলা বিষয়ক সম্পাদীকা সঞ্চিতা রায়, কামরুল হাসান চাঁন, শাহারিয়ার খোকন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, পূর্ণিমা মণ্ডল প্রম।

 

খুলনা গেজেট/এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!