খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলটকে উদ্ধার, একজনকে সিএমএইচ এ ভর্তি
  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

রক্ত দিয়ে ট্রেনে কাটা পড়া ব্যক্তির জীবন বাঁচালো রেল পুুলিশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা রেলওয়ে স্টেশনের ১ ও ২ নং প্লাটফর্মের পশ্চিম মাথায় গত ১১মার্চ সন্ধ্যা ৭টার দিকে মহানন্দা ট্রেন ওয়াসফিটে নেওয়াকালে মো আমিরুল ইসলাম(৩৫) এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে পরে যায়। এ  দুটনায় তার উভয় হাতের কবজি ও ডান পায়ের উরু শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তাৎক্ষণিক পুলিশ সুপারের নির্দেশনায় খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাকে উদ্ধার করেন। পরে ভ্যানযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা গুরুতর দেখে দ্রুত ৮ ব্যাগ ও পজেটিভ(ও+) রক্ত সংগ্রহ করার জন্য বলেন। এসআই তারিকুল ইসলাম ব্লাড ব্যাংকসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের রক্ত দানের মাধ্যমে ৮ ব্যাগ রক্ত দ্রুত সংগ্রহ করে আহত ব্যক্তির সু-চিকিৎসা নিশ্চিত করেন।

ডাক্তারদের সফল অপারেশন ও সৃষ্টি কর্তার অশেষ রহমতে আহত ব্যাক্তি বর্তমানে আশঙ্কা মুক্ত আছেন।তিনি বর্তমানে পরিবারের সদস্যদের দেখা-শুনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ ও ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রেলওয়ে পুলিশের এই সেবার জন্য আহত ব্যক্তির পরিবারের সবাই খুলনা রেলওয়ে পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!