খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

মহানগরীকে জলাবদ্ধতা মুক্ত করার লক্ষ্যে কাজ করছি : মেয়র

নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা ‘ওয়াটার এ্যাজ লিভারেজ’ প্রোগ্রামের আওতায় ‘‘প্রোপজাল ফর প্রোজেক্ট আইডিয়া ডেভেলপ টু বিল্ড বিল্ডিং অন ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) এন্ড ওয়াটার এ্যাজ লিভারেজ’’ শীর্ষক প্রস্তাবনার ওপর এক আলোচনা সভা আজ রবিবার বিকেলে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ ও কুয়েট-এর অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উল্লেখ্য, খুলনা মহানগরী এলাকার জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে ময়ূর নদীসহ সংযুক্ত খালসমূহ খনন এবং সংস্কারের ওপর গুরুত্বারোপ করে প্রস্তাবনাটি তৈরী করা হয়েছে।

প্রস্তাবনার সার্বিক বিষয় তুলে ধরে সিটি মেয়র বলেন, মহানগরীকে জলাবদ্ধতা মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য একটি বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা থেকে সকলের মতামতের ভিত্তিতে প্রস্তাবনাটি তৈরী করা হয়েছে। জলাবদ্ধতা মুক্ত নগরী গড়ে তুলতে গৃহীত প্রস্তাবনাটি কার্যকর ভ‚মিকা রাখবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, ওয়াটার এ্যাজ লিভারেজ প্রোগ্রামের পরামর্শক এবং কুয়েট-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোস্তফা সরোয়ার, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, লিয়াকত আলী খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, সিসিএইউডি’র ডেপুটি টীম লিডার শেখ সিরাজুল হাকিম, ওয়াটার এ্যাজ লিভারেজ-এর কোঅর্ডিনেটর সোহেল রানা, কেসিসি’র এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় মতামত ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!