খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

বিদ্যুতের তারে বউ-শ্বাশুড়ির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

 নিজস্ব প্রতিবেদক

খুলনার দাকোপ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে শ^াশুড়ি চপলা গাইন ও বউ টুম্পা গাইন মৃত্যুর ঘটনায় জড়িত আরও তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত রোববার গভীর রাতে বাগেরহাট জেলার মোংলা ফেরিঘাট এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন প্রধান অভিযুক্ত অংশুমান মন্ডল, তার ছেলে শাওন মন্ডল ও পিযুজ কান্তি হালদার। তাদের বাড়ি দাকোপের হরিণটানা গ্রামে।

র‌্যাব জানায়, গত ১৯ মার্চ অংশুমান মন্ডলের ক্ষেতে প্রতিবেশি অশোক গাইনের গরু-ছাগল প্রবেশ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর অংশুমান মন্ডল ফসলের ক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। রাতে চপলা গাইন ও টুম্পা গাইন ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেচিয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় চপলা গাইনের ছেলে বাদি হয়ে দাকোপ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দাকোপ থানার ওসি আবদুল হক বলেন, এ ঘটনায় ইতোপূর্ব দু’জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার র‌্যাব আরও ৩ জনকে গ্রেপ্তার করে হস্তান্তর করেছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!