খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

বন্ধ মিল কলকারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবীতে সভা

ফুলবাড়িগেট প্রতিনিধি

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে ব্যক্তি মালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক দের ন্যায্য মজুরি প্রদান, শ্রম আইন প্রতিপালন , বন্ধ মিল কলকারখানা চালু, আফিল জুট মিলের বিদ্যুৎ সংযোগ , শ্রম আইন অনুযায়ী মুজুরি প্রদান ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবীতে ফেডারেশন নেতৃবৃন্দের এক জরুরী সভা ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় ।

প্রবীণ শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজি, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, শ্রমিক নেতা আঃ সত্তার মোল্লা, ইউপি সদস্য হুমায়ুন কবির , শ্রমিক নেতা বখতিয়ার হোসেন, সেকেন্দার আলী , মুন্সি লিয়াকত হোসেন, কাবিল হোসেন, আঃ সালাম গাজি, নিজামউদ্দিন, আমির মুন্সি প্রমুখ ।

সভায় শ্রমিক নেতারা তাদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে ৪ দিনের কর্মসুচি ঘোষণা করেন । কর্মসূচীর মধ্যে রয়েছে ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় আফিল জুট মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল , ৬ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা , ৮ নভেম্বর রবিবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন , ১৪ নভেম্বর শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসুচি পালন করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের নেতৃবৃন্দরা ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!