খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ফুলতলায় চলছে একসপ্তাহের কঠোর বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক ও ফুলতলা প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে খুলনা জেলার ফুলতলা উপজেলায় চলছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। শুক্রবার (১১ জুন) সকাল ৬ টায় শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার ( ১০ জুন) ফুলতলায় উপজেলা প্রশাসন ও করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় বিধিনিষেধ আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন বলেন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় চলছে এক সপ্তাহের বিধিনিষেধ।

বিধিনিষেধের বিষয়ে সভায় বলা হয়, কাঁচামাল, মুদি দোকান, সেলুন, চায়ের দোকান, মোবাইল ফ্লাক্সিলোডের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কোন অবস্থাতেই ৪ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সভায় উপজেলার ৪ ইউনিয়নে ব্যাপক প্রচারণা, কমিটি গঠনের মাধ্যমে মনিটরিং, আক্রান্তের বাড়িতে কঠোর লকডাউন ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলায় অন্যান্য দিনের চেয়ে রাস্তা-ঘাটে লোক সমাগম কম। দোকানপাট কম খোলা ছিল। প্রয়োজন ছাড়া অনেকেই বাজারে কম এসেছে। ইজিবাইক ও থ্রি হুইলারে অন্যান্য দিনের চেয়ে যাত্রী কম ছিল। অনেকের মুখে মাস্ক ছিল। অনেক ভ্যান চালকদের মুখে মাস্ক দেখা যায়নি। অধিকাংশেরই মাস্ক আছে তবে পকেটে অথবা থুতুর নিচে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফুলতলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৫০ জনের। যার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৭ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!