খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

নাগরিক সমাজের উদ্যোগে প্রকাশিত হলো ‘প্রমিথিউস’

গে‌জেট ডেস্ক

মহান মুক্তিযুদ্ধে তৎকালীন বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন রণাঙ্গণে সম্মুখ সমরসহ বিভিন্ন যুদ্ধে সফল সংগঠক, স্বাধীনতা উত্তর আততায়ীদের হাতে নির্মমভাবে নিহত জননন্দিত নেতা, বীর মুক্তিযোদ্ধা কমরেড ওয়ালিউর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড কমলেশ বেদজ্ঞ, তৎকালীন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ ভট্টাচার্য মানিকের জীবনকর্ম ও হত্যাকা- পরবর্তী আন্দোলন-সংগ্রাম, বিচারহীনতার ৫১ বছরের ইতিহাসের জীবন্ত দলিল ‘প্রমিথিউস’এর প্রকাশিত হয়েছে।

খুলনা নাগরিক সমাজের উদ্যোগে ১৭ মার্চ রবিবার বেলা ১১টায় কেডিএ এভিনিউ, ইকবালনগর মোড়স্থ লায়ন্স ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে খুলনা নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে ধারণা বক্তব্য উপস্থাপন করেন নারী নেত্রী, মানবাধিকার সংগঠক, প্রমিথিউস এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড কমলেশ বেদজ্ঞ এর কন্যা সুতপা বেদজ্ঞ।

প্রকাশনার উপর আলোচনা করেন সুজনের খুলনা জেলা সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মিনা মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা পূর্ণেন্দু দে বুবাই, সিনিয়র আইনজীবী অ্যাড. জালাল উদ্দিন রুমি। অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন এস এ রশীদ, এইম এম শাহাদাৎ, অরুণা চৌধুরী, মুনীর চৌধুরী সোহেল, শেখ আব্দুল হান্নান, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, ডাঃ নাসির উদ্দিন, অশোক সরকার, অ্যাড. চিত্তরঞ্জন গোলদার, আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, অধ্যাপক সঞ্জয় সাহা, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, সৈয়দ লুৎফুল হক, মেরিনা যুথী, অ্যাড. সাহারা ইরানী পিয়া, নাজমুল তারেক তুষার, প্রধান শিক্ষক সাঈদা পারভীন, খ ম শাহীন হোসেন, কোহিনুর আক্তার কণা, আব্দুল করিম, জাহানারা আক্তারী, হুমায়ুন কবির, গাজী আফজাল হোসেন, পলাশ দাশ, প্রদীপ ভাদুড়ী, মিনু পাল, সুমা বড়াল, ধীমান বিশ্বাস, মৌফারশের আলম লেনিন, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ভবেশ রায়, সৌমিত্র সৌরভ, নাহিদ হাসান, সুদীপ্ত ম-ল, মৈত্রী অরুন্ধতী, লতা ম-ল, শান্তা নিবেদিতা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হীনস্বার্থ চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যে ইতিহাস খ-িত বা বিকৃতি করে শেষমেষ প্রকৃত সত্য আড়াল করা যায় না। বৃহত্তর ফরিদপুরের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করা বীর মুক্তিযোদ্ধা কমরেড ওয়ালিউর রহমান লেবু-কমরেড কমলেশ বেদজ্ঞ, তৎকালীন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা বিষ্ণু-মানিককে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করে স্থানীয় একটি দুস্কৃতিকারীচক্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে। দুঃখজনক হলেও সত্য অসম সাহসী এ মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার ৫১ বছরেও হয়নি, যা একটি কলঙ্কজনক অধ্যায়। বক্তারা নিহতদের শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে মুক্তমনা, রাজনীতি সচেতন মানুষদেরকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।

ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!