খুলনা, বাংলাদেশ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

নববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১ বৈশাখ সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন এবং অনুষ্ঠানের সূচনা।

সকাল ৭ টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা। সকাল সাড়ে ৭ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মুক্তমঞ্চে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সুবিধাজনক সময়ে শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগার, শিশুপরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!