খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডুমুরিয়ায় সোনামুখ পরিবারের পক্ষ থেকে আদর্শ শিক্ষকদের সংবর্ধনা

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত বহুমুখী সামাজিক সংগঠন সোনামুখ পরিবার এর উদ্যোগে গুনিজন আদর্শ শিক্ষক ও  শিক্ষানুরাগীদের এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ আব্দুল জলিল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনামুখ পরিবার এর প্রতিষ্ঠাতা প্রাক্তন পুলিশ কমিটির কর্মকর্তা এ এম কামরুল ইসলাম।
প্রাক্তন অধ্যাপক জি এম আমান উল্লাহর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধিত করা হয়। এরা হলেন মিকশিমিল মা.বি.অবসরপ্রাপ্ত শিক্ষক তকিম উদ্দিন সরদার, শেখ আব্দুল জলিল, শাহপুর-মধুগ্রাম কলেজ হোসনে আরা খানম, ডূমুরিয়া কলেজ সাধন বসু, চুকনগর কলেজ কিরণ বৈরাগী, রঘুনাথপুর মা.বি. ড. ফেরদৌস খান, ডুমুরিয়া কলেজ  ননীগোপাল, শাহপুর-মধুগ্রাম কলেজ কাদির কল্লোল, শাহপুর-মধুগ্রাম কলেজ ইমাম মুহিত, এসকে বাকার কলেজ সৌমেন মন্ডল, বান্দা স্কুল এন্ড কলেজ সুমন হোসেন, ডুমু: মাধ্য: বিদ্যা: অসীম কুমার মন্ডল, মির্জাপুর মা: বিদ্যা: মোস্তাক আহমেদ চৌধুরী, ফারাহ মা:বি: বিধানচন্দ্র বিশ্বাস, শাহপুর মা:বি: মোঃ আব্দুল ওয়াদুদ, রুদাঘরা মা:বি: মোঃ মোস্তাক আহমেদ, সাজিয়াড়া মাদ্রাসা মোঃ লোকমান হাকিম, চাকুন্দিয়া মাদ্রাসা মোঃ মহিবুর রহমান, মধুগ্রাম মাদ্রাসা মোঃ আব্দুল গফফার, সাজিয়াড়া মাদ্রাসা মোঃ মনিরুল ইসলাম, নরনিয়া মাদ্রাসা মোঃ শহিদুল ইসলাম, সাজিয়াড়া মডেল সপ্রাবি.শেফাউল হোসনা তনু, শাহপুর সপ্রাবি.মোঃ ইলিয়াজ মোড়ল, ডুমুরিয়া সপ্রাবি.আশীষ কুমার বাগচি, রংপুর সপ্রাবি.নাজমা আক্তার স্বপ্না, গোলনা সপ্রাবি। আদর্শ শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাইয়ুম জমাদ্দার। সম্মাননা অনুষ্ঠানে উপজেলার আলোকিত বরেণ্য ও গুণী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার, এইচ জোয়ার্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, যশোর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান, ডুমুরিয়ার মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ও খুবি’র প্রাক্তন ট্রেজারার অধ্যক্ষ খান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যক্তিত্ব ড. কর্ণেল আকরাম হোসেন, প্রফেসর ড. হায়দার আলী, প্রাক্তন  (অব: যুগ্ম সচিব ) নিখিল রঞ্জন মণ্ডল, ব্যাংকার এস এম নূরুল ইসলাম প্রমূখ। এছাড়াও সাংবাদিক-গণমাধ্যম কর্মী এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ২৫ জন শ্রেষ্ঠ শিক্ষক এবং ১ জন আদর্শ শিক্ষানুরাগীসহ মোট ২৬ জনকে  সংবর্ধনা প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!