খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

“গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুল” এর মানবিক কার্যক্রমের শুরু

নিজস্ব প্রতিবেদক

খুলনা জিলা স্কুল সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গোল্ডেন জেনারেশন অব কেজেডএস” এর পক্ষ থেকে নগরীর জিলা স্কুল মোড়ে দরিদ্র এবং অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৬দিনে ৬০০ মানুষের মাঝে ইফতার, ৫০ জনকে ইদ বাজার এবং ১০০ এতিমদের মাঝে ইদ উপহার বিতরণ করবে সংগঠনটি। মঙ্গলবার (৪ মে) ইফতার বিতরণের মাধ্যমে এই মানবিক কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আলী সনি।

ইবনুল হাসানের সভাপতিত্বে ও মোস্তাকীন রাফাতের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার রোহান, সাজ্জাদ অভী, হাসানুল সাকি, মেহেদী হাসান পান্না, জহুরুল তানভীর, ইমতিয়াজ ইফতি, লাবিব, প্রথম চৌধুরী, অভিজিৎ রাহুল, সাদাফ, সিফাত, রাহামসহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইবনুল হাসান বলেন, “খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমাদের এ কর্মকান্ড পরিচালনা করছি। আমরা যেনো সমাজ এবং দেশের জন্য কল্যাণকর কাজ করে যেতে পারি এজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।”

সংগঠনের পক্ষে তানভীর বারী হামিম জানান “জিলা স্কুলের ৬টি ব্যাচের পক্ষ থেকে আমরা এ মানবিক কর্মসূচী শুরু করেছি। জিলা স্কুলের ইতিহাসে এই প্রথম কয়েকটি ব্যাচ মিলে একত্রিত হয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।”

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!