খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘গত ১৪ বছরে দেশে ১৪ জন সাংবাদিক খুন হয়েছেন’

নিজস্ব প্রতিবেদক, যশোর

সাগর রুনি, সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবলসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে রোববার প্রেসক্লাব যশোরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশে সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে একাংশের সভাপতি এম আব্দুল্লাহ।

প্রধান অতিথি বলেন, গত ১৪ বছরে দেশে ১৪ জন সাংবাদিক খুন হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য সাংবাদিক। বক্তারা দেশে সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, বিএফইউজের কার্যনির্বাহী কমটির সদস্য এইচ এম আলাউদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এমএ আইউবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জান।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য এনটিভি যশোরের ক্যামেরা পারসন শামীম রেজা ও শামসুজ্জামান সজলকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!