খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

খুলনায় বাজার তদারকিকালে ছয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও বয়রা এলাকায় আজ রবিবার বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (২৫ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়েছে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযানে হোটেল, ফার্মেসি ও মুদি দোকানের পাশাপাশি পিঁয়াজ, আলু এবং চালের বাজার তদারকি করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কার্য সম্পাদনের অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময়ে ভোক্তা ও বিক্রেতাদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণের পাশাপাশি ব্যাবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!