খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হামাস
  সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

খুলনায় গ্রামের তুলনায় নগরীতে করোনা আক্রান্ত ও মৃত্যু অনেক বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনার দ্বিতীয় ঢেউয়ে সারাদেশের ন্যায় খুলনায়ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গ্রামের তুলনায় খুলনা মহানগরীতে আক্রান্তের হার অনেক বেশি। প্রতিদিনই মৃত্যু ও নতুনভাবে সংক্রমনের রেকর্ড ভাঙ্গছে, যা নিয়ে শঙ্কিত খুলনা নগরবাসী।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে মৃত্যুর সংখ্যা ৮ জন। অপরদিকে মার্চ মাসে কোন মৃত্যুই ছিলো না খুলনায়। এই ৮ জনের মধ্যে ৭ জনই খুলনা মহানগরীর, বাকি ১ জন বটিয়াঘাটায়। ফলে খুলনার গ্রামগুলোর চেয়ে তীব্র ঝুঁকিতে রয়েছে খুলনা মহানগরী।

একইভাবে চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে করোনা আক্রান্ত ৪ শতাধিক, যা গত মার্চ জুড়ে ছিলো মাত্র ২ শ’ ৪০ জন।

এপ্রিল মাসে আক্রান্ত চার শতাধিক, যার মধ্যে অধিকাংশ খুলনা মহানগরীর। পহেলা এপ্রিল খুলনায় করোনা শনাক্ত হয় ৩৭ জন, যার মধ্যে নগরীতে ৩১ জন । বাকি ৬ জনের মধ্যে তেরখাদা ১, দিঘলিয়া ১, ডুমুরিয়া ১, ফুলতলা ১ ও দাকোপের ২ জন।

২ এপ্রিল খুলনায় শনাক্ত হয় ৩১ জন, যার মধ্যে নগরীতে ২৭ জন। বাকি ৪ জনের মধ্যে রূপসায় ১, তেরখাদা ১, বটিয়াঘাটা ১ ও ফুলতলা ১ জন।

৩ এপ্রিল খুলনায় শনাক্ত ২৬ জনের মধ্যে নগরীতেই ২৩ জন। শনাক্ত বাকি ৩ জনের মধ্যে ডুমুরিয়া ২ ও বটিয়াঘাটা ১ জন।

৪ এপ্রিল খুলনায় শনাক্ত ৩০ জনের মধ্যে মহানগরীতে ২৫ জন। বাকি ৫ জনের মধ্যে রূপসায় ১, দিঘিলিয়া ২, ডুমুরিয়া ১ ও ফুলতলা ১ জন। ৫ এপ্রিল শনাক্ত হয় ১২ জন, যার মধ্যে মহানগরীতে ১১ জন, বাকি ১ জন তেরখাদার।

৬ এপ্রিল খুলনায় শনাক্ত হয় ১১ জন। যার মধ্যে মহানগরীতে ১০ জন, বাকি একজন রূপসায় ।

৭ এপ্রিল খুলনায় শনাক্ত হয় ৩৬ জন, যার মধ্যে মহানগরীতে ৩২ জন। বাকি ৪ জনের মধ্যে রূপসায় ১, ডুমুরিয়া ১, বটিয়াঘাটা ১ ও ফুলতলায় ১ জন।

৮ এপ্রিল ৬২ জন শনাক্তের মধ্যে ৫৬ জন খুলনা মহানগরীর। বাকি ৬ জনের মধ্যে তেরখাদায় ২ , দিঘলিয়া ২, বটিয়াঘাটা ১ ও কয়রায় ১ জন।

৯ এপ্রিল খুলনায় করোনা শনাক্ত হয় ৭৩ জন, যার মধ্যে মহানগরীতে ৬৬ জন। বাকি ৭ জনের মধ্যে তেরখাদায় ১, বটিয়াঘাটা ৩ , ফুলতলা ১, দাকোপ ১ ও পাইকগাছা ১ জন।

১০ এপ্রিল খুলনায় করোনা শনাক্ত হয় ৫৩ জন, যার মধ্যে মহানগরীতে ৩৮ জন। বাকি ১৫ জনের মধ্যে ৯ জন পাইকগাছায়, তেরখাদা ২, দিঘলিয়া ২, বটিয়াঘাটা ১ ও দাকোপ ১জন।

১১ এপ্রিল খুলনায় করোনা শনাক্ত হয় ৫৪ জন, যার মধ্যে ৪৯ জন মহানগরীর। বাকি ৫ জনের মধ্যে ডুমুরিয়া ২,বটিয়াঘাটা ১, দাকোপ ২ ও কয়রা ১ জন।

১২ এপ্রিল খুলনায় শনাক্ত হয় ৫২ জন, যার মধ্যে নগরীতে ৪৬ জন। বাকি রূপসায় ৩ ফুলতলা ১ ও পাইকগাছা ১ জন করোনা আক্রান্ত।

সূত্র আরও জানায়, এর আগে জানুয়ারি মাসে খুলনায় করোনায় আক্রান্ত হয় ১৮২ জন, মৃত্যু ৩ জন। ফেব্রুয়ারিতে করোনা আক্রান্ত ৯৭ জন, মৃত্যু ১ জনের। মার্চ মাসে করোনা আক্রান্ত ২৪০ জন, মৃত্যু ছিল না।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, খুলনা মহানগরীর সাধারণ মানুষের মধ্যে সতর্কতা একটু কম। তাই একটু বেশি সংক্রমণ হচ্ছে ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!