খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

কেসিসির ১৬ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরদের পরাজয়

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে নগরীর সাধারণ ৩১টি এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতে বর্তমান কাউন্সিলররা পরাজিত হয়েছেন। কেসিসির ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

এবারের নির্বাচনে নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১২টিতে পরাজিত হয়েছেন বর্তমান কাউন্সিলরা।

তারা হলেন- ১ নং ওয়ার্ডের শেখ আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের কবির হোসেন কবু মোল্লা, ৭ নং ওয়ার্ডের শেখ সুলতান মাহমুদ পিন্টু, ৮ নং ওয়ার্ডের এইচএম ডালিম হাওলাদার, ১০ নং ওয়ার্ডের কাজী তালাত হোসেন কাউট, ১১ নং ওয়ার্ডের মুন্সি আব্দুল ওয়াদুদ, ১২ নং ওয়ার্ডের মো. মনিরুজ্জামান মনির, ১৬ নং ওয়ার্ডের মো. আনিছুর রহমান বিশ্বাস, ১৯ নং ওয়ার্ডের আশফাকুর রহমান কাকন, ২১ নং ওয়ার্ডের শামছুজ্জামান মিয়া স্বপন ও ২৮ নং ওয়ার্ডের আজমল আহমেদ তপন।

এছাড়া সংরক্ষিত চারটি ওয়ার্ডে হেরেছেন বর্তমান কাউন্সিলররা। তারা হলেন- সংরক্ষিত ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রহিমা আক্তার হেনা, ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পারভীন আক্তার, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী ও ১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিসেস রেকসনা কালাম লিলি।

উল্লেখ্য, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!