খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

ইভিএম ভোটে ধীরগতিতে বিরক্ত ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতিতে দুর্ভোগে পড়েছেন ভোটাররা। অনেককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

১৯নং ওয়ার্ডের ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন। প্রতিটি ভোট কক্ষের সামনে অপেক্ষা করছেন নারী ভোটাররা।

ওয়ার্ডটির বিসমিল্লাহ মহল্লা এলাকার বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি যাবো বলে সাতটায় এসেছি। নয়টা বাজে এখনো সামনে ৯ জন দাঁড়ানো। লাইন মোটে এগোচ্ছে না।’

একই মহল্লার বাসিন্দা শাহিনুর বেগম বলেন, ‘দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। এমন অবস্থা জানলে বিকালে আসতাম’।

ইসলামাবাদ কলেজিয়েট কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৪ জন। প্রথম ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ১৬৬ টি। এখনো প্রায় ২০০ ভোটার লাইনে দাঁড়ানো রয়েছেন।

অন্যান্য কেন্দ্র ঘুরে ভোটদানে ধীরগতি লক্ষ্য করা গেছে। নগরীর ২৭ নং ওয়ার্ডের সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৬৩০ জন। প্রথম ঘন্টা সেখানে ভোট পড়েছে মাত্র ২৭টি।

খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ১ ঘন্টায় ভোট পড়েছে ২৪টি। সেখানে মোট ভোটার ২ হাজার ১৯ জন।

ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিঠুন সরকার বলেন, প্রত্যেকটি ভোটারকে ভোট গ্রহণ কার্যক্রম বুঝিয়ে দিতে হচ্ছে। এজন্য প্রথম ঘন্টায় দেরি হয়েছে। ধীরে ধীরে বাড়ছে।

আজকের খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!