খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

খুলনায় ভোটের মাঠে লড়ছেন দুই নারী এমপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

ছবি: মনিরা সুলতানা ও ফাতেমা জামান সাথী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এ নির্বাচনে রাজনৈতিক দলের পাশাপাশি অংশ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও। এই ভোটের লড়াইয়ে প্রস্তুত নারী প্রার্থীরাও। তবে নির্ধারিত নারী আসন নয়, বরং পুরুষদের পাশাপাশি প্রতিযোগিতা করেই নির্বাচিত হতে চান খুলনার দুই নারী প্রার্থী, হতে চান এমপি। এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারা।

খুলনার ছয়টি আসনের মধ্যে ২টি আসনে দুই নারী প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। তারা হলেন, খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ও খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা।

জানা গেছে, জাতীয় সংসদে ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন রয়েছে নারীদের জন্য সংরক্ষিত। বাকি ৩০০ আসনে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেন। থাকে স্বতন্ত্র প্রার্থীও।

এবারে ভোটের লড়াইয়ের মাঠে পুরুষের পাশাপাশি নারীরাও রয়েছেন। তারা মনে করছেন, সংরক্ষিত আসন নয় বরং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করার যোগ্যতা রাখেন তারা।

সবশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ছয়টি আসনের মধ্যে খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে তিনজন পুরুষ সংসদ সদস্য প্রার্থীর পাশাপাশি ভোটের মাঠে ‘ঈগল’ প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী এস এম কামাল হোসেন, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন ও জাকের পার্টির ‘গোলাপ ফুল’ প্রতীকের প্রার্থী এসএম সাব্বির হোসেন।

অপরদিকে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ৯জন পুরুষ প্রার্থীর পাশাপাশি ‘ডাব’ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা।

এই আসনটির অন্যান্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো. ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ‘আম’ প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির ‘সোনালী আঁশ’ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের ‘মিনার’ প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দীন খান, বিএনএম এর ‘নোঙর’ প্রতীকের প্রার্থী এস এম আজমল হোসেন, স্বতন্ত্র ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী মো. জুয়েল রানা, স্বতন্ত্র ‘সোফা’ প্রতীকের প্রার্থী এমডি এহসানুল হক ও স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মো. রেজভী আলম।

খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী বলেন, আমি সক্ষম হব সর্বদলের মানুষকে ভোটকেন্দ্রে নিতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে দলমত নির্বিশেষে সকলে ভোট কেন্দ্রে আসবে এবং তাদের আনতে আমি সক্ষম হব। এটা আমার প্রধান প্রতিশ্রুতি। সাধারণ জনগণ পাশে আছে। জয়ের বিষয়ে আমি আশাবাদী।

খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা বলেন, নারীরা এখন অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তো নারী। আমিও একজন নারী, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আশাবাদী এগিয়ে যাব। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না।

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ১০টি দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬ প্রার্থী, জাতীয় পার্টির ৬ প্রার্থী, তৃণমূল বিএনপির ৩ প্রার্থী, বাংলাদেশ কংগ্রেসের ৩ প্রার্থী, বিএনএম’র ৩ প্রার্থী, এনপিপি’র ২ প্রার্থী, জাকের পার্টির এক প্রার্থী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এক প্রার্থী, ওয়ার্কার্স পার্টির এক প্রার্থী ও ইসলামী ঐক্যজোটের এক প্রার্থী রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৭ জন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!