খুলনা, বাংলাদেশ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

অভয়নগরে এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা

অভয়নগর প্রতিনিধি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তভুক্তি ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পে যশোরের অভয়নগরে এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে এ ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এএনসির সহ সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দলিত, ক্ষুদ্রনৃগোষ্ঠী, ট্রানজেন্ডা, জেলে সম্প্রদায়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন সদস্যেদের নিয়ে ষান্মাসিক সভা করা হয়েছে।

উপজেলা এএনসির সভাপতি ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে ষান্মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি  লায়লা খাতুন, সহ সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, ওয়েব ফাউন্ডেশন ডিভিশনাল কর্মকর্তা আহসানউল্লাহ্, সদস্য জি এম মনি, সুলতানা আরেফা মিতা, জাকির হোসেন হৃদয়, তারিম আহমেদ ইমন, বাবলী আক্তার, সাফিয়া খানম, রবি মেম্বর, অনিক, রিনুফা খাতুন, পারভীন সুলতানাসহ অন্যরা।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!