খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

খুলনা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে চালক ও কন্ট্রাকটারকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর অপরাধে ১১ টি মামলায় গাড়ি চালক ও কন্ট্রাকটারকে ৮ হাজার ৭ শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট ও কৈয়া বাজার এলাকায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান ও দীপা রানী সরকার।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন নির্দেশে আজ গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। গণপরিবহনে সরকার নির্দেশিত উপর্যুক্ত শর্ত ও স্বাস্থ্যবিধির সঠিক প্রতিপালন হচ্ছে কিনা তা তদারকি করতে এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায় আনতেই আজ খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট ও কৈয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অনিয়ম ও অপরাধ সংঘটিত হতে দেখেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। খুলনা থেকে ছেড়ে যাওয়া ও খুলনাগামী আন্তঃজেলা বাসসমূহে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেখা যায়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর মত অপরাধ সংঘটিত হতে দেখা যায়। ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে মোট ১১টি মামলায় গাড়ির চালক ও কন্ডাকটরকে মোট ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খুলনা এবং বাংলাদেশ আনসারের সদস্যগণ। সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রী সাধারণের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জারিকৃত ২৯ আগস্টের পরিপত্র অনুযায়ী গণপরিবহনে আসন সংখ্যার অধিক যাত্রী পরিবহন না করা এবং সরকার নির্ধারিত (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ৩ মে, ২০১৬ সালে জারিকৃত প্রজ্ঞাপনমূলে নির্ধারিত) হারের অতিরিক্ত হারে ভাড়া আদায় না করার শর্তে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছেন সরকার। একই সাথে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা রয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!