খুলনা, বাংলাদেশ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ চলছে সাতক্ষীরার কেঁড়াগাছিতে

গে‌জেট ডেস্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের একটি ওয়ার্ডের স্থগিত হওয়া ভোটগ্রহণ চলছে নিছিদ্র নিরাপত্তায়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় কেড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণের সময় কেন্দ্রে সহিংসতার ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থগিত কেন্দ্রটিতে মূলত স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

তিনি জানান, নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন অন্যকেন্দ্রের ভোটে পিছিয়ে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস প্রতীক) ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মারুফ হোসেন (মোটরসাইকেল প্রতীক)।

তিনি বলেন, স্থগিত কেন্দ্রব্যতীত অন্য ৮টি কেন্দ্রের ফল অনুযায়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন হাবিল আনারস প্রতীক নিয়ে ৯৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। ৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল আনারস প্রতীকের প্রার্থী ৪৬৯৩ ভোট, মারুফ হোসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ৩৭৫৯ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন পেয়েছেন ৩২৮৪ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২১১১ জন।

আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম আফজাল হোসেন হাবিল বলেন, অন্য প্রার্থীরা ভোটকেন্দ্র এলাকায় বহিরাগত লোকজন এনে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি। বর্তমান পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রটিতে র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!