খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

সাতক্ষীরায় ১২ কেজি হরিণের মাংসসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ১২ কেজি হরিণের মাংসসহ ৪ জনকে আটক করেছে বনবিভাগের টহল দলের সদস্যরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে সুন্দরবনের বঙ্গবন্ধুর চর নামক এলাকা থেকে হরিণের মাংস বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

আটক ৪ জন হল, সজীব মিয়া, নওশের আলী, ইদ্রিস আলী ও নূর আলী। এরা সবাই খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ জানতে পারে যে, বঙ্গবন্ধুর চর এলাকায় নৌকায় হরিণের মাংস বিক্রি করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনবিভাগের সদস্য সোহেল রানা ৫ কেজি কাঁচা হরিণের মাংস ও রান্না করা ৭ কেজি হরিণের মাংসসহ হাতেনাতে ৪ জনকে আটক করে। তাদেরকে তাৎক্ষনিকভাবে খুলনা রেঞ্জের ভোমরখালী টহল ফাড়িতে প্রেরণ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাস্থলটি খুলনা রেঞ্জের ভেতরে হওয়ায় জব্দকৃত মাংস ও আটক ৪ চোরাশিকারীকে বনবিভাগের খুলনা রেঞ্জ কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে।

খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক জিএম হাসান হরিণের মাংস সহ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!