সাতক্ষীরায় শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এদেশ নতুন করে’ শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মে দিবস উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কারযালয়ের সামনে থেকে শহরের একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ আসিফ চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
এদিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে সাতক্ষীরায় র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখা। সকাল সাড়ে ৮টায় শহরের তুফান মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নেতারা। র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফিরোজ আওয়াল, আবু হুরায়রা, আয়ুব হোসেন, ইকবল হোসেন, আক্তারুল ইসলাম, বনি আমিন, লুতফর রহমান, মেহেরুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করে তাদের পাওনা নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানিমূলক নির্যাতন বন্ধ করে শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।
এসময় শ্রমিকরা বলেন, এ দিনে আমরা প্রেরণা গ্রহণ করতে করি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক-মালিক এক হয়ে আমরা এই দেশকে নতুন করে গড়তে চাই। যেখানে কোন প্রকার ভেদাভেদ থাকবে না।
এছাড়া জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি যথাযথ মরযাদায় পালন করছে।
খুলনা গেজেট/এএজে