জাতীয় নাগরিক কমিটি কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন।
গত ২৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক বরাবর তিনি পদত্যাগের বিষয়ে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে রাকিব হোসেন জানান, ‘২০২৫ সালের ৭ জানুয়ারী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখা জাতীয় নাগরিক কমিটির নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আমাকে ৭ নম্বর সদস্য পদ প্রদান করা হয়’।
তিনি আরও জানান, ‘গঠিত কমিটি সম্পর্কে আমি অবগত না থাকায় এবং ব্যক্তিগত সমস্যার কারণে আমি স্বজ্ঞানে ও স্বপ্রণোদিত হয়ে কালিগঞ্জ উপজেলা শাখা জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।’
পদত্যাগের আবেদনের অনুলিপি কালিগঞ্জের কয়েকটি সাংবাদিক সংগঠনের সভাপতি ও সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানান রাকিব হোসেন।
খুলনা গেজেট/এনএম