সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের একটি হজাবি স্বর্ণেও বার উদ্ধার করেছে। বুধবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল ভোর রাতে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় ভোর ৫টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখা তাকে জিজ্ঞাসাবাদের জন্য দাড়াতে বললে তার হাতে থাকা একটি ছোট ব্যাগ ফেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী করে ব্যাগের মধ্য হতে স্কচটেপ দিয়ে পেচানো অবস্থায় একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপাওে সদও থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণেও বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে