খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সাতক্ষীরায় ১০ দফা দাবিতে বিএনপির পাল্টাপাল্টি পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল,আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল কৃষি উপকরণ লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকাররের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনর্গঠন, সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পাল্টাপাল্টি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলাীর নেতৃত্বে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাঙালের মোড় এলাকা থেকে উক্ত পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁকাল কোল্ড স্টোর মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি রাশেদা বেগম হেরা।

অপরদিকে, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ শহরের রাধানগর এলাকা থেকে আরো একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা সঙ্গীতা মোড় এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি, সদর থানা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, বিএনপি নেতা আতাউর রহমান, শেখ আব্দুল ওয়াহেদ, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। দুটি পদযাত্রায় এ সময় জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা কর্মীরা এ সময় সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!