আর কয়েক ঘণ্টা পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ। গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগেই ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার কিমো পল। করোনায় আক্রান্ত ভয়ে একেবারে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়লেন তিনি।
আজ রোববার (১০ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত কিমো পলের বদলি হিসেবে রোমারিও শেফার্ডকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে। এই পেস বোলিং অলরাউন্ডার ওয়ানডে দলের রিজার্ভ হিসেবে ছিলেন, তিনি মূল দলে চলে আসায় নতুন রিজার্ভ হিসেবে ওডিন স্মিথের নাম ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বল হাতে নজর কেড়েছিলেন শেফার্ড। তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন তিনি, সেটাও ওভারপ্রতি মোটে ৭.৫ গড়ে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও (৩/২১) বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ সিরিজে করেছেন এই পেসার।
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল শেফার্ডের। এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে ৯ উইকেট ঝুলিতে পুরেছেন গায়ানার জর্জটাউনে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
বাংলাদেশ-উইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই গায়ানাতে অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।
খুলনা গেজেট/ এস আই