৩০ মে থেকে জাতীয় দলের জুন উইন্ডোর ক্যাম্প মাঠে গড়াবে। সে ক্যাম্পে অংশ নিতে তার দুই দিন আগেই বাংলাদেশে পা রেখেছেন ফাহামেদুল ইসলাম। আজ সকাল আটটার সময় তিনি ঢাকায় পৌঁছান।
ইতালির রোম থেকে সকাল আটটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে বরণ করে নিতে সেখানে সকাল থেকেই ভিড় করেছিলেন দেশের ফুটবল সমর্থকরা। তাকে নিতে বিমানবন্দরে যান বাফুফের প্রোটোকল অফিসারও।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সারার পর বাংলাদেশের টিম হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। জাতীয় দলে ডাক পাওয়া বাকি সদস্যরাও ৩০ মে যোগ দেবেন দলে। তবে ফাহামেদুল এলেন আর সবার আগে।
ফাহামেদুলের জাতীয় দলে ডাক পাওয়াটা অবশ্য নতুন কিছু নয়। সবশেষ মার্চ উইন্ডোতেও তিনি দলে জায়গা করে নিয়েছিলেন। তবে প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে ঢোকা হয়নি তার। সৌদি আরবে ক্যাম্প শেষেই ইতালি ফেরত যান তিনি।
সে সময় তোপের মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তাকে দলে ভেড়াতে বিক্ষোভ করেছেন সমর্থকরা। এমনকি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও মুখ খুলতে হয়েছিল এ বিষয়ে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে জানতে চেয়েছিলেন বাফুফে সভাপতির কাছে।
ফাহামেদুল আগের উইন্ডোয় সৌদি থেকে দেশে ফেরেননি আর। তাকে না আনার ফলে বাফুফে কর্তারাও বিস্ময় প্রকাশ করেছিলেন। জাতীয় দল কমিটির সভায় কোচ কাবরেরাকেও এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।
এবার ফাহামেদুল অনুশীলন পর্বটা দেশেই সারবেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পাবেন কি না, তা সময়ই বলে দেবে।
ক্রীড়াঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচটি। ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য রোমাঞ্চকর অপেক্ষায় ফুটবল দর্শকরা। দর্শকদের তুমুল আগ্রহের প্রধান কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের।
সে কারণের তালিকায় আছে ফাহামেদুল ইসলামের নামও। সেই তিনি সে স্বপ্ন সত্যি করতে একটু আগেভাগেই চলে এলেন দেশে।
খুলনা গেজেট/এনএম