খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে পরিচালকদের অনাস্থা, চিঠি দেয়া হয়েছে ক্রীড়া পরিষদে
  নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে যে গেজেট প্রকাশ করেছে তা বাতিল করেনি আপিল বিভাগ, সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের

মেজাজ হারিয়ে বাংলাদেশি ব্যাটারের হেলমেট নিয়ে টানাটানি প্রোটিয়া বোলারের

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের সকালে অদ্ভুত এক দৃশ্যই দেখতে হলো ক্রিকেটের মাঠে।

অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডল ও দক্ষিণ আফ্রিকার টিপেসু এনটুলির মাঝে। মুখের লড়াই থেকে এক পর্যায়ে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে হাতাহাতিও করেছেন প্রোটিয়া ইমার্জিং দলের এই পেসার।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভারের। টিপেসু এনটুলির করা ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এক ছক্কা হজম করতেই মেজাজ হারিয়ে ফেলেন এনটুলি।

বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী আর রিপন যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন এনটুলি। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে রিপনকে ধাক্কা দেন এনটুলি, এরপর কারণ জানতে চাইলে আরও ক্ষিপ্ত হন এনটুলি।

মেজাজ হারিয়ে রিপনের দিকে আরও কয়েকবার তেড়ে যান এনটুনি, আম্পায়ারকে সামনে রেখেই করলেন তার হেলমেট নিয়ে টানা হ্যাঁচড়া। যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টাও করেন রিপন।

তবে সেখানেই থেমে যাননি এনটুলি। হেলমেট থেকে হাত সরানোর পর আঙুল উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে। দুই আম্পায়ার ও অন্য ক্রিকেটাররা মিলে এরপর এই দুজনকে আলাদা করেন। এনটুলি অবশ্য তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড় এসে রিপনকে কিছু একটা বলতে থাকেন।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের এই ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং। স্বাগতিকরা ৩৭১ রানে অলআউট হয়েছে। রিপনের উইকেটটি শেষ পর্যন্ত তুলে নিয়েছেন এনটুলিই। তার বলে আউট হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন রিপন।

ইমার্জিং দলের এই সিরিজের ১ম টেস্ট ছিল ড্র। আর ওয়ানডে সিরিজে তুমুল লড়াই শেষে ট্রফি ঘরেই রেখেছিল বাংলাদেশ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!