সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার এখনো স্মৃতিতে টাটকা। তবে সে হতাশা পেছনে ফেলে আবারও নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। এবার প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। আজ (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ম্যাচের আগের দিন লাহোরে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন টাইগাররা। বিশেষ করে পেসাররা কাজ করেছেন পেস বোলিং কোচ শন টেইটের অধীনে। তবে প্রথম ম্যাচের চূড়ান্ত একাদশ নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা না গেলেও, দল সাজাতে দেখা যেতে পারে বেশ কিছু নতুন চেহারা।
ব্যাটিংয়ের সূচনায় থাকতে পারেন তরুণ দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এরপর নামবেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন শেখ মেহেদী হাসান, সঙ্গে থাকবেন লেগস্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে দেখা যেতে পারে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
খুলনা গেজেট/এনএম