নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭ ) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক পর্যায়ে নড়াইল পৌরসভা দল ২-০ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা পর্যায়ে নড়াইল পৌরসভা দল ৭-০ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। খেলায় বিজয়ী দল দুটি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় জেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা অংশগ্রহন করে।
খেলার সমাপনি আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস বোস, সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তাগন, ফুটবলপ্রেমি বিভিন্নে শ্রণি পেশার দর্শক উপস্থিত ছিলেন।