খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শনিবার মানববন্ধন

নগর বিএনপির যুগ্ম আহবায়ক রহমানসহ গ্রেপ্তার ৫

 নিজস্ব প্রতিবেদক

বিএনপির ১০দফা দাবিতে  ১১ মার্চ শনিবারের মানবন্ধন কর্মসূচিকে বানচাল করতে পুলিশ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমানসহ  নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।

গ্রেপ্তারকৃতরা হলেন ২৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক নুর আলম নুরু, ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সোহাগ মিয়া, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক অমল সরকার, আটরা-গিলাতলা ইউনিয়ন ছাত্রদল নেতা
আলমগীর হোসেন।

খুলনা বিএনপি নেতৃবৃন্দ নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানের নামে হয়রানি, পরিবার পরিজনের সদস্যদের সাথে অশালীন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ।

শুক্রবার (১০ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, পুলিশ প্রশাসন নিজের ওপর অর্পিত দায়িত্ব ভুলে বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ হয়ে নেতাকর্মীদের অযথা হয়রানি করছে। গনতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যে সকল অতিউৎসাহী পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় আদালতে প্রেরণ করছে সবকিছুই মনে রাখবে বিএনপি। নেতৃবৃন্দ ভবিষতে আর কোন নেতাকর্মীকে হয়রানী না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!