খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

নেতাকর্মী‌দের ম‌ধ্যে আলোচনায় মঞ্জুর ‘আলহামদু‌লিল্লাহ’

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ সরব হয়ে উঠেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। গত ৩ দিন ধরে নজরুল ইসলাম মঞ্জু আবারও দলে ফিরছেন, আগামী সংসদ নির্বাচনে মনোনয়নও পাচ্ছেন, দাবি করে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে দেখা যাচ্ছে তার অনুসারীদের।

তবে খুলনা মহানগর বিএনপির বর্তমান নেতারা বলছেন, নজরুল ইসলাম মঞ্জুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তারাও ফেসবুক পোস্ট দেখে বিভ্রান্ত হচ্ছেন।

খুলনা বিএনপির রাজনীতির সঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর সম্পর্ক ৪৬ বছরের। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন মঞ্জু। ১৯৮৭ সাল থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ সাল থেকে ১৭ বছর সাধারণ সম্পাদক, ২০০৯ সাল থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।

দীর্ঘ চার দশক ধরে খুলনা বিএনপি এবং নজরুল ইসলাম মঞ্জু যেন এক নামেই জড়িয়ে ছিলেন। অবশ্য তাঁর বিরুদ্ধে দলের মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ও নিজের লোকদের সুবিধা দেওয়ার অভিযোগ ছিল প্রতিপক্ষের।

নজরুল ইসলাম মঞ্জুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ছন্দপতন ঘটে ২০২১ সালের ডিসেম্বর মাসে। ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বাদ পড়েন মঞ্জু ও তাঁর অনুসারীরা। ১২ ডিসেম্বর দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় তাঁকে। ২৫ ডিসেম্বর তাঁকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মঞ্জুর চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনের এমন পরিণতি মানতে পারেননি অনুসারীরা। এক দিন পর থেকেই শুরু হয় গণপদত্যাগ। কিছু দিন রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন মঞ্জু ও তার অনুসারীরা। এর মধ্যে খুলনা মহানগর বিএনপি, ৫ থানা ও ৩১টি ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সব জায়গা থেকেই মঞ্জু অনুসারীরা বাদ পড়েন।

বাদ পড়ার ৬ মাস পরেই রাজনীতিতে কর্মসূচিতে সরব হন নজরুল ইসলাম মঞ্জু। কেন্দ্রীয় বড় কর্মসূচির প্রতিটিতেই পৃথক ব্যানার ও মিছিল নিয়ে যোগ দেন মঞ্জুসহ তার অনুসারীরা। জাতীয় দিবসগুলো বড় পরিসরে পালন হচ্ছে। গত ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী থানা ও ওয়ার্ড পর্যায়ে আলাদাভাবে পালন করেছে তার অনুসারীরা।

গত কয়েকমাস ধরে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নির্ধারণ নিয়ে নানা জ্বল্পনা চলছে। মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন খুলনা মহানগর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এরই মধ্যে গত ৪ জুলাই নিজের ফেসবুকে অ্যাকাউন্টে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেন নজরুল ইসলাম মঞ্জু। এরপর থেকেই তাকে নিয়ে ছবি দেওয়ার হিড়িক পড়ে অনুসারীদের মাঝে। সেখানে মঞ্জুকে নিয়ে নানা প্রত্যাশা, দলে ফেরা এবং তার নির্বাচনী আসন খুলনা-২ এতে মনোনয়নলাভের বার্তা ছিল।

খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন,‘মানুষ চায় তাঁর মত যোগ্য দক্ষ সংগঠক দলকে নেতৃত্ব দিক। কিংবা জনগণের নিকট বিশ্বস্ত মানুষ হিসেবে তিনি তাদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করুক।’

তবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দল থেকে কোনো সিদ্ধান্ত হলে, সেটাই দলের নেতারাই ঘোষণা দিবেন।

সার্বিক বিষয় নিয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘ফেসবুকে আমরাও আলহামদুলিল্লাহ লেখা দেখছি। কেউ বলছে, ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে, তাই লিখছে। কেউ বলছে, মনোনয়ন পাচ্ছে। দল থেকে আমাদের কিছু জানানো হয়নি। তার প্রত্যাবর্তন বিষয়ে আমরা কিছু জানি না।

খুলনা গেজেট/হিমালয়/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!