খুলনার রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামের রনি ওরফে কালা রনি হত্যা মামলার অন্যতম আসামি টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বলেন, রনি ওরফে কালা রনি ‘বি’ কোম্পনীর প্রতিষ্ঠাতা সদস্য। মাদক ব্যবসাকে কেন্দ্র করে ২৫ মে রাতে বাড়ি থেকে ডেকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
তিনি বলেন, হত্যাকান্ডের আগে টিটু রনির বাড়িতে খাওয়া দাওয়া করে এবং তাকে রনি বাইরে ডেকে নিলে দুর্বৃত্তরা তাকে গুলি এবং কুপিয়ে হত্যা করে। এর আগে টিটু রনির বাড়িতে ব্যবহৃত মানিব্যাগ ফেলে রেখে যায়। হত্যাকান্ডের পর টিটু রনির বাড়ি থেকে মানিব্যাগ নিয়ে যায়।
হত্যাকান্ডের পর থেকে রনি দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিল। তার মোবাইল সব সময়ে ট্রাকিং করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিটু গোপালগঞ্জ সদরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। টিটু গ্রেনেড বাবুর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ৫ দিনের আবেদন করে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
খুলনা গেজেট/এএজে