খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল : ফখরুল

গেজেট ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। গত ১৫ বছরে শেখ হাসিনার হরণ করা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার প্রস্তাব সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এমন কোনো প্রয়াসে সমর্থন না জানিয়ে আমরা বরং সংস্কার প্রক্রিয়াকে সহযোগিতা করছি।

ফখরুল বলেন, আমরা অনেক বাস্তবায়ন-জটিল প্রস্তাবেও ঐকমত্য দিয়েছি, শুধুমাত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে। কিন্তু নতুন করে যে সব প্রস্তাব আসছে সেগুলোর প্রভাব রাষ্ট্র, রাজনীতি ও সংসদের ওপর গুরুতর হবে। জনগণকে যুক্ত না করে এ ধরনের পরিবর্তন করার অধিকার কারো আছে কিনা- তা বিবেচনায় নেয়া জরুরি।

তিনি আরও বলেন, বিএনপি একদিকে স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াইয়ে সংগঠন হিসেবে শক্তিশালী হয়েছে, অন্যদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলেও রাষ্ট্র ভঙ্গুর হয়ে পড়ে। আমরা যেন এই ঐতিহাসিক মুহূর্তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করি।

সংবাদ সম্মেলন শুরু করার আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবের মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়ালাহি রাজিউন। মাহমুদ সাহেবের মায়ের কথা এইজন্য উল্লেখ করছি যে দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে মাহমুদুর রহমান সাহেবের মা তার সন্তানকে সমর্থন দিয়ে যে ভূমিকা পালন করেছেন সেটা নিঃসন্দেহে অতুলনীয়।

আমি আজকে আপনাদের মাধ্যমে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দলের পক্ষে থেকেও শোক জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেন বেহেশত নসিব করেন। মাহমুদুর রহমান সাহেব ও তার পরিবারকে যেন দুঃখ সহ্য করার আর শক্তি দান করেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। প্রতিটি কমিশনে বিএনপির অবস্থান:

পুলিশ সংস্কার কমিশন: র‌্যাব বিলুপ্তিসহ অধিকাংশ প্রস্তাবে ঐকমত্য হয়েছে, তবে কমিশনের আলোচনায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওঠেনি।

দুদক সংস্কার কমিশন: ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতে বিএনপি একমত হয়েছে। কেবল ২৯ নম্বর সুপারিশে ভিন্নমত, যেখানে তারা আদালতের অনুমতি ছাড়াই তদন্তের প্রস্তাবের বিরোধিতা করেছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন: ২০৮টি সুপারিশের মধ্যে ১৮৭টিতে একমত, ৫টিতে আংশিক একমত, এবং ১১টিতে ভিন্নমত।

বিচার বিভাগীয় সংস্কার কমিশন: ৮৯টি সুপারিশের মধ্যে ৬২টিতে একমত, ৯টিতে আংশিক, এবং ১৮টিতে যুক্তিসহ ভিন্নমত। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত সকল প্রস্তাবে বিএনপি একমত।

নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন: ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক একমত, এবং ৬৪টিতে সংশোধনীসহ একমত। ২৪টি সুপারিশে একমত হয়নি।

সংবিধান সংস্কার কমিশন: ১৩১টি সুপারিশে দফাওয়ারি মতামত দিয়েছে বিএনপি। ‘৭০ অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে তারা ছাড় দিয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা (আর্টিকেল ৪৯), তত্ত্বাবধায়ক সরকার, ন্যায়পাল আইন, সংসদীয় আসন সীমানা সংশোধন ও হাইকোর্ট বেঞ্চ নিয়েও বিএনপি সম্মত হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!