খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
  প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত

খুলনায় তিন অপহরণকারী আটক, ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে ৩ অপহরণকারীকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করে। ভিকটিম এবং গ্রেফতারকৃতদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর ও মামলা দাখিলের প্রস্তুতি চলছে।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেলে পাইকগাছার গজালিয়ার মােঃ আব্দুল্লাহ সরদারের ছেলে মােঃ সুমন হােসেন ( ২৬) র‌্যাব-৬ কার্যালয়ে অপহরণ বিষয়ে একটি লিখিত অভিযােগ করেন। অভিযোগে জানানো হয় ৪ জানুয়ারি কে বা কারা গল্লামারী জোড়া ব্রীজের পশ্চিমপাড় পাঁকা রাস্তার উপর থেকে কয়রার কাটাখালী গ্রামের মোঃ ইসমাইল হােসেন গাজীর ছেলে মােঃ আল আমিন ( ২৫ ) কে অপহরণ করে এবং অপহরণকারীরা ভিকটিমের মােবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা চায় । দাবিকৃত টাকা পরবর্তী দুই দিনের মধ্যে না দিলে তারা অপহৃতকে মেরে ফেলার হুমকি দেয় । পরবর্তীতে গত ৫ জানুয়ারি অভিযােগকারীকে অপহরণকারীরা রাতের মধ্যে ৫ হাজার টাকা নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার বিকাশের ( মিম এন্টারপ্রাইজ মুদি মনােহরি ) দোকানে পাঠিয়ে দিতে বলে ।

এদিক অভিযােগ পেয়ে ৫ জানুয়ারি রাতে র‌্যাবের একটি দল লবনচরা থানাধীন বান্দা বাজার বিকাশের ( মিম এন্টারপ্রাইজ মুদি মনােহরি ) দোকানের আশেপাশে ছদ্দবেশে অবস্থান নেয়। পরবর্তীতে নগরীর রুপসা শশ্মান ও মহাশশ্মান গলি এলাকার মােহাম্মদ আলী হাওলাদারের ছেলে মােঃ জীম বাবু হাওলাদার ( ২২ ) কে বিকাশের দোকান হতে টাকা উত্তোলনের চেষ্টাকালে আটক করে। একই সময়ে রাস্তার বিপরীত পাশে অপেক্ষমান সহযোগী জিন্নাহপাড়া এলাকার মােঃ লিয়াকত শেখের ছেলে মােঃ মেহেদী হাসান ( ২২ ) এবং কয়রার জায়গীরমহল গ্রামের মােঃ রকিবুজ্জামান লিটনের মেয়ে লাইলী খাতুন (৩০) কে আটক করে। এ সময় আটককারীদের হেফাজতে থাকা অপহৃত মােঃ আল আমিন কে উদ্ধার করে । র‌্যাব অপহরণকারীদের কাছ থেকে মােটর সাইকেল, ৫টি মােবাইল ফোন ও ৭টি সীমকার্ড উদ্ধার করে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!