খুলনার গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে রচিত ‘খুলনায় গণঅভ্যুত্থান (১৮৬১-২০২৪)’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বইটি লিখেছেন দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক ও গবেষক কাজী মোতাহার রহমান। প্রকাশ করেছেন কাজী তারিক আহমেদ।
১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ শেখ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান এবং তাঁর মমতাময়ী মা নূরনাহার বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
খুলনা গেজেট/এএজে