সাতক্ষীরায় মাছের ঘেরের শ্যালো মেশিনের বৈদ্যুতিক মটরের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬) ও শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম ওরফে খোকার ছেলে মো. সবুজ (৪২)।
শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, সদর উপজেলার তেতুলতলা মোড়ে মনিরুল ইসলামের একটি সাদা মাছের ঘের রয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মনিরুল তার ঘেরে বসানো শ্যালো মেশিনের বৈদ্যুতিক মোটরের তার কাটতে গিয়েছিল। ভুলবশতঃ প্লাস দিয়ে সচল থাকা বিদ্যুৎ লাইনের তার কাটার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী ঘেরের মালিক সবুজ দ্রুত এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। এসময় সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে দু’জনেই ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম



