শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর সরদার পাড়ায় পানিতে ডুবে আয়শা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আয়শা খাতুন একই এলাকার ইসমাইল সরদারের মা।
পরিবার সূত্রে জানা গেছে, মাগরিবের আজানের পর আয়শা খাতুন ওজু করতে পুকুরে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরে তার জুতা ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

