সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সায়মন ইসলাম তুর্য (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী সায়মন ইসলাম তুর্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের মৃত পুলিশ সদস্য রবিউল ইসলাম রবির ছেলে। সে স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মামার মোটরসাইকেল নিয়ে সায়মন ইসলাম তুর্য তার সহপাঠী পূর্ব নারায়ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে সিয়ামকে (১৬) সাথে নিয়ে রোববার সন্ধ্যায় ভাড়াশিমলা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই সড়কের মুচিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুর্য।

এসময় তার সাথে থাকা সিয়াম ও অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুইজনের পরিচয় জানা সম্ভব হয় নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন