আসন্ন জাতীয় সংসদ নির্বাচানে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জে অবরোধের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ডা. মো. শহিদুল আলমের সমর্থনে সোমবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কালিগঞ্জের নলতা হাসপাতালের সামনে থেকে কালিগঞ্জ বাসস্টান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা। নলতা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সামবেশ করছে বিএনপি নেতাকর্মীরা।
এসময় তারা সড়কের উপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে নলতা বাজারের সব দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশপাশি স্থানীয় জনগণ স্বতস্ফুর্তভাবে এই অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আজিজুর রহামন।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারি বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এ দাবি না মানলে নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।
এদিকে সড়ক অবরোধ করায় সকাল সাড়ে ৯টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেশি সমস্যায় পড়েছেন ঢাকাগামী পরিবহনের যাত্রীরা। সময়মত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

অপরদিকে সাতক্ষীরা-৩ আসনে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বাধিক জনপ্রিয় নেতা ডা: মোঃ শহিদুল আলমের মনোনয়ন-এর দাবিতে মঙ্গলবার বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির অফিসের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ৬ নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহামন এক চিঠিতে কর্মসূচির ডাক দিয়েছেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম এর নাম না থাকায় ফুঁসে উঠে দলটির কালিগঞ্জের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
সোমবার রাতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের অংশগ্রহণে বিশাল এই বিক্ষোভ মিছিল নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা শ্লোগানে শ্লোগানে ডা. শহিদুল আলমের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এবং তাঁর প্রতি অবিচার ও অবমূল্যায়নের প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দলীয় মনোনয়ন বণ্টনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের প্রতি সুবিচার হয়নি। তারা অবিলম্বে ডা. শহিদুল আলমের প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
