সাতক্ষীরায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর নাজমুল হক ওরফে পল্লব (৪৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর নাজমুল হক পল্লব সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আয়কর আইনজীবী মৃত অ্যাডভোকেট শামসুল হকের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় বসবাস করতেন।
নিহতের প্রতিবেশী তৌহিদুর রহমান জানান, বেশ কয় দিন আগে তার বোন মারা যায়। মরহুমা বোনের দোয়া অনুষ্ঠানের জন্য মুরগি কিনতে তিনি দুপুরে মোটরসাইকেলে আশাশুনি উপজেলার বুধহাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা -আশাশুনি সড়কের কোমরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের পিছনের চাকা স্লিপ করলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এত রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে