গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই পুরনো দিনের হারানো স্মৃতি ধরে রাখার জন্য প্রতি বছরের ন্যায় পাটকেলঘাটায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (০১ অক্টোবর) বিকেল ৩টায় দলুয়া ঠান্ডা নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে।
বাইচে অংশগ্রহণকারীদের মধ্যে আশাশুনি উপজেলার বামনডাঙ্গার তাপস মন্ডলের দল প্রথম ও তালা উপজেলার খেরসা ইউনিয়নের কুলপাতার আনন্দ সরকারের দল দ্বিতীয় স্থান অধিকার করে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সভাপতিত্ব করেন খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আহমেদ।
খুলনা গেজেট/এমআর