ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসর্মপনকৃত নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে তাদেরকে সদর থানা পুলিশে সোপার্দ করে বিজিবি।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, শ্যামনগর উপজেলার মো. ওজিয়ার সানার ছেলে মো. শাহীন সানা (২৭), শাহীন সানার স্ত্রী নিলুফা খাতুন (১৯), তাদের মেয়ে শাহিনা সুলতানা (১), নওয়াবেঁকী গ্রামের মো. লিটু গাজীর স্ত্রী রাবিয়া বেগম (২৯), বড়কুপট গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), জাহাঙ্গীর আলমের স্ত্রী লিপিকা খাতুন (১৬), মো. মিন্টু তরফদারের স্ত্রী নাজমা খাতুন (৩৪), তাদের ছেলে জিম তরফদার (১৪), বয়ারসিংহ গ্রামের আবুল কাশেমের স্ত্রী মোছা. ফারহানা আক্তার (২৫), তার ছেলে ফারহান ঢালী (৭), উত্তর আটুলিয়া গ্রামের নওশের আলীর মেয়ে মোছা. সেলিনা খাতুন (৩৮), নওয়াবেঁকী গ্রামের এরশাদ সানার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (১০), আশাশুনি উপজেলার আবুল হোসেনের স্ত্রী রাবিয়া খাতুন (২৭), তার ছেলে রিয়াদ হাসান (৩) ও সাতক্ষীরা সদর থানার মো. দাউদ আলী শেখের স্ত্রী ফুলমতি খাতুন (৭২)।
বিজিবি সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোস্ট অতিক্রম করার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে।
খুলনা গেজেট/এমআর