সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরের দল। শনিবার দিনগত রাত ২টার দিকে শহরের উত্তর কাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আমির হোসেন খান চৌধুরী বলেন, বাড়ির দোতলায় তিনি এবং নিচতলায় থাকেন তার বৃদ্ধা মা মর্জিনা খাতুন। মা মর্জিনা খাতুন শুক্রবার তার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিন তার স্ত্রীও বাড়িতে না থাকায় বাড়ির নিচতলার ঘর ফাঁকা ছিল। প্রতিদিনের মতো রাতে খেয়ে আমি বাড়ির দোতালায় নিজের কক্ষে ঘুমিয়ে পড়ি। সকালে ছোট ভাইয়ের ডাকাডাকিতে আমার ঘুম ভাঙে। দেখি তার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে গিয়ে দেখি মায়ের ঘরের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখি সব জিনিসপত্র উলটপালট করা। আলমারিতে রাখা প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার নেই।
আমির হোসেন খানের মা মর্জিনা খাতুন বলেন, তার দুই মেয়ে ঢাকায় থাকেন। ঢাকায় এত গহনা রাখা ঠিক হবে না ভেবে মেয়েরা তাদের সব স্বর্ণালংকার আমার কাছে রেখে গিয়েছিল। শুক্রবার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রোববার সকালে বড় ছেলে ফোন দিয়ে জানায় চোরেরা সব গহনা নিয়ে গেছে। এখন আমি মেয়েদের কী জবাব দিব?
খবর পেয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিক আমির হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে